পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে পঞ্চগড়ের চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধায়। ঈদের ছুটি শেষে আগামী ১৫ জুন সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সোমবার (২ জুন) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে দৈনিক খবর সংযোগ।
চিঠিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনকে জানানো হয়েছে। এ সময়ের মধ্যে আগামী ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে পাসপোর্টধারীদের যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।