পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত ও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৯টায় কমে ৮ দশমিক ৫ ডিগ্রিতে দাঁড়ায়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল বৃহস্পতিবার এখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে ওঠানামা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও দেখা মিলছে না সূর্যের। বিশেষ করে নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই সবচেয়ে বেশি। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

DR/AHA
আরও পড়ুন