গাইবান্ধায় প্লাস্টিকের বোতলে তৈরি হচ্ছে বাড়ি

গাইবান্ধায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মান করেছেন গাইবান্ধার অটোরিকশা চালক আব্দুল হাকিম। বোতল দিয়ে তার বাড়ি নির্মান কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথমে গ্রামবাসী তাকে এ কাজে নিরুৎসাহিত করলেও এখন জেলার একমাত্র এ বাড়িটি নিয়ে গর্ব করছেন তারা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি  খানপাড়ার অটোরিকশা চালক আব্দুল হাকিমের ৩ রুমের এ বাড়িটি করতে ছোট বড় মিলে ১৮ হাজার ৮শ ৩৫টি বোতল ব্যবহার করা হয়েছে।

GAIBANDHA PLASTIC BOTTLE HOUSE PIC (4)

জানা গেছে- জুস, কোলড্রিংস, পানিসহ বিভিন্ন কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া বোতলে সিমেন্ট মিশ্রিত বালু ভর্তি করে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি। এলাকাবাসী আব্দুল হাকিমের বাড়িটির নাম দিয়েছেন বোতল বাড়ি।

GAIBANDHA PLASTIC BOTTLE HOUSE PIC (3)

আরও জানা গেছে, বোতল দিয়ে বাড়ি তৈরি করলে গরমের সময় ঘড় থাকবে ঠান্ডা আর প্রচন্ড ঠান্ডার সময় ঘড় থাকবে গরম এমন ভিডিও ইউটিউবে দেখে মনে মনে বোতল দিয়ে বাড়ী নির্মানের চিন্তা করেন গাইবান্ধার সুন্দরগঞ্জের অটো রিকশা চালক আব্দুল হাকিম। পরবর্তীতে এক আত্নীয়ের বোতল দিয়ে নির্মিত বাড়ী দেখে আরো উৎসাহ পান তিনি।

GAIBANDHA PLASTIC BOTTLE HOUSE PIC (5)

বোতল বাড়ির মালিক আব্দুল হাকিম জানান, ভাঙ্গারির দোকান থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তিনি বাড়ি তৈরির কাজ শুরু করেন। তার স্বপ্নের বোতল বাড়ির চার দেয়ালের গাঁথুনি এখন প্রায় শেষ পর্যায়ে।

GAIBANDHA PLASTIC BOTTLE HOUSE PIC (3)

ইটের চেয়ে খরচ কম ও  দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব হওয়ায় বোতল দিয়ে নিজেই নিজের বাড়ী তৈরি করেছেন রাজ মিস্ত্রী বাদশা খান। আর রংপুরের হারাগাছায় সেই বাড়ী দেখেই বাড়ি বানিয়ে দেওয়ার আবদার করেন ভাগ্নি জামাই আব্দুল হাকিম। জামাইয়ের অনুরোধে নিজের মতো বোতলের বাড়ী নির্মানের কাজ করে দিচ্ছেন রাজমিস্ত্রী বাদশা খান।

GAIBANDHA PLASTIC BOTTLE HOUSE PIC (7)

নির্মান মিস্ত্রী বাদশা মিয়া জানান, নিজের মতো করে বোতল দিয়ে জামাইয়ের বাড়ি তৈরি করে দিচ্ছেন তিনি। এ বাড়ি দেখতে খুব সুন্দর হয় এবং বসবাস খুব আরামদায়ক।