ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেপ্তার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম

ডেভিল হান্ট ফেস-২ এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলা শহরের কলেজ পাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
 
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসিফের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।

AHA
আরও পড়ুন