ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

ফেনীতে সিগন্যাল অমান্য করে রেলপথে সিএনজিচালিত অটোরিকশা উঠে গেলে ট্রেনের ধাক্কায় হাফেজুল ইসলাম (৪০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা মাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শনিবার (২৮ জুন) রাতে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলা পাঠান নগর ইউনিয়নের মিয়াজি বাড়ি হারেস আহম্মেদের স্ত্রী ও ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে শহরের গোডাউন কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় সিগন্যাল অমান্য করে রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক হাফেজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমাতুজ জোহরা (৬২)  কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
 
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মোহাম্মদ ইমরান বলেন, নিহত হাফেজুল ইসলামের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 
‎ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।