রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, অস্ত্র-টাকাসহ গ্রেপ্তার ৪

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে চৌদ্দ লাখ টাকা ও বিদেশি অস্ত্র এসএমজি উদ্ধার করা হয়। 

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ পরিচালিত অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। 

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

আটককৃতরা হলো-১১ নম্বর ক্যাম্পের মো. আনাস ও কেফায়েত উ্ল্লাহ ৯ নম্বর ক্যাম্পের মনসুর ও ইয়াসের আরাফাত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা আরসার কমান্ডার নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। 

সেনাবাহিনী জানায়, রোববার ক্যাম্প-১১ তে নবী হোসেনের দলের সদস্যরা জনৈক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সাথে বিদেশি অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে আসে। তৎক্ষণাৎ যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে যেতে সক্ষম হলেও নবী হোসেন দলের ৪ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।এ সময় তাদের কাছে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) এবং ১৪ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি মিয়ানমারের সেনাবাহিনী ব্যবহার করে থাকে।

প্রসঙ্গত, অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ অবস্থিত নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে গোয়েন্দা তথ্য রয়েছে সেনাবাহিনীর কাছে।