‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সোমবার (১৪ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জওহর বালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুক্তাদির রাব্বি এবং উপজেলা সমবায় কর্মকর্তা হোসনেয়ারা।
আলোচনা সভা শেষে পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পায় শ্রীরামকাঠী ইউনিয়ন। এছাড়াও বিভিন্ন বিভাগে কর্মদক্ষতার জন্য কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে- শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ইসরাত জাহান; শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা রাবেয়া খানম; শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অভিজিৎ হালদার; শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রবীন্দ্রনাথ হালদার।
এদের পাশাপাশি মাঠপর্যায়ে কাজের স্বীকৃতিস্বরূপ পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।