নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তুহিন

সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) ময়মনসিংহের ফুলবাড়িয়ার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে তুহিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। 

নিহত তুহিনের বড় ভাই মো. সেলিম মিয়া এসব তথ‍্য নিশ্চিত করে জানান, দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তুহিনকে দাফন করা হয়েছে। 

ভাই হত‍্যাকাণ্ডের বিচার চেয়ে সেলিম মিয়া বলেন, আমার ভাইকে বিনা দোষে যেভাবে হত‍্যা করা হয়েছে, এভাবে একজনকে কুপিয়ে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 

স্থানীয় নাছির উদ্দিন বলেন, তুহিন খুব ভালো ছেলে ছিল। সত্যিই ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটাই প্রমাণ হলো। অল্প সময়ে স্বামী হারিয়ে স্ত্রী মুক্তা আক্তার দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। আমরা চাই সরকার বা রাষ্ট্র তুহিনের পরিবারের পাশে এগিয়ে আসুক। 

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক তুহিন মুঠোফোনে ভিডিও করেছিলেন। এর জেরে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।