জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফিনল্যান্ড শাখার আহ্বায়ক ও ঝালকাঠি-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আহাদ শিকদার রাজাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজাপুরের রয়েল ক্যাফেতে এ মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি আধুনিক ও সমৃদ্ধ রাজাপুর-কাঠালিয়া গঠন এবং জনগণের সামাজিক উন্নয়নের লক্ষে ১৫ দফা অঙ্গিকার পাঠ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি যদি দল থেকে মনোনীত হই এবং জনগণ যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে এ ১৫ দফার অঙ্গীকার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করব। যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব, ইনশাআল্লাহ।
সিরাজদিখানে এনসিপি নেতা মোস্তাক আহমেদ চৌধুরীর মৃত্যু