‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামী রাস্ট্র প্রতিষ্ঠা করা। আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় তিনি এসব কথা করেন। 

‎ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, ‘অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে পবিত্র কুরআনের তাফসির করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন। জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।’