পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খবর সংযোগের নিজস্ব প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
নারায়ণগঞ্জ প্রতিনিধি
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। এসময় মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে ডিআইটি প্রদক্ষিণ করে চাষাঢ়া এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্রঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম ও সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ড. মো: জাহাঙ্গীর আলম।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক এলাকায় এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: নূরুল ইসলাম বুলবুল।
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহর আমির মাওলানা মো: ইউসূফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী সদর আমির হাফেজ মহিউদ্দিন, শহর শাখার সেক্রেটারি মাওলানা মো: মায়াজ, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।
এদিকে বিকেলে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পাবলিক হল থেকে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাড়ি মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, জামায়াত নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, আবু জায়েদ প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশি পোশাক
জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব এর সভাপতিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমির ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ে নেতারা।
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দশানী মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী গণজমায়েত ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ তানহার আলী, পৌর সভাপতি আব্দুল্লাহ সুমন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরেরর উপজেলা সভাপতি শিহাবুল সেক্রেটারি ইসলাম শিহাব উদ্দিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।বিমানের টিকিট বাংলাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর.) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে পৌর শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম। পৌর শহরের আশপাশের এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা আবদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারী।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জে কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোটালীপাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার পশ্চিমপাড় মডেল মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সোলায়মান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের গোপালগঞ্জ জেলা আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করিম। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সেকেন্দার আলী, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, পৌর সভাপতি আক্তার দাড়ীয়াসহ সিনিয়র নেতারা।
টংগিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বাদ জুমা উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, অতীতের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শূরা সদস্য মাওলানা এম এ বারী, জেলা অ্যাডুকেশন সোসাইটির সভাপতি মাওলানা হেমায়েতউদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মো: ইকবাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
নাটোর প্রতিনিধি
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে শহরের মাদরাসা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ-পরবর্তী একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে শেষ হয়।
মিছিল-পূর্ব সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত (বড়াইগ্রাম, গুরুদাসপুর-৪) আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার আমির অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমির রাশেদুল ইসলাম প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা সহকারী সেক্রেটারি ও শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রভাষক ছাদের হোসেন, সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ এবং ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের গেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ্ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক আল-আমিন খান, উপজেলা শিবির সভাপতি মো: আবু হানিফ এবং ইসরাফিল হাওলাদার।