মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ১ 

মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ১১ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ঘাতক বাল্কহেডটি জব্দ করেছে নৌপুলিশ। 

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম আবুল হোসেন (৪০) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের দক্ষিণ উলানিয়া গ্রামের নজরুল সিপাহির ছেলে। মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র কয়েকঘণ্টা বাকি থাকায় তারা মেঘনা নদীতে মাছ ধরার জন্য এসেছিলেন বলে জানা গেছে।

এদিন রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর নৌথানা পুলিশের (ইলিশা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘মেঘনায় এমএমপি নামের বাল্কহেডের ধাক্কায় ১১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আবুল হোসেন এখনো নিখোঁজ রয়েছেন।’ 

তিনি আরো বলেন, ‘ট্রলারটি উদ্ধার এবং বাল্কহেডটি জব্দ করা হয়েছে। নিখোঁজ জেলের পক্ষ থেকে থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’