মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এ সময় আশপাশের নৌযানের সহযোগিতায় ৫ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। ৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার অভিযান শুরু করেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে।
নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর পুত্র। তার স্বজনরাও নদী তীরে অপেক্ষা করছে। এ ঘটনায় ব্যক্তিগত উদ্যোগে ও গ্রামবাসীরাও তাকে উদ্ধারের চেষ্টা করছে।
