‘এনসিপির একজন নেতাকর্মী যদি তাদের জায়গা থেকে অনিরাপদ বোধ করে, যে তাকে হুমকি দেবে, জুলুম করবে, তার জন্য পঞ্চগড় নিরাপদ থাকবে না’ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২৯ নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমরা কোনোদিন কারো পায়ে লাগতে যাবো না। কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমরা তাদের ছাড়ও দেবো না। আইনগত বা রাজনৈতিকভাবে অপকর্মকারী কালপ্রিটদের মোকাবেলা করব।’
তিনি বলেন, ‘এনসিপির আত্মপ্রকাশের এখনো এক বছর হয়নি। কিন্তু এই মূহুর্তে দেশের গুরুত্বপূর্ণ তিনটি রাজনৈতিক দলের মধ্যে এনসিপি একটি। এত কম সময়ে বৃহৎ পরিসরে কোনো রাজনৈতিক দল আকার ধারণ করতে পারেনি। আমাদের ধৈর্য আছে, সাহস আছে, আপোসহীন মনোভাব আছে, জনগণের কথা শোনার আগ্রহ আছে।’
তিনি বলেন, ‘এক বছর, দুই বছর হয়তো পাঁচ বছর লাগবে কিন্তু আমরা মনে করি, আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে সরকারী দল হিসেবে প্রতিনিধিত্ব করব।’
এসময় বোদা উপজেলা এনসিপির সমন্বয়কারী শিশির আসাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম মুকুল, বদিউজ্জামান, যুবশক্তির আহ্বায়ক নাহিদ আহসান আবির, সদস্য সচিব আলী আহসান প্রমুখ।
শেষে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এনসিপির সমন্বয়ক কমিটি ও উপজেলা যুবশক্তির কমিটি ঘোষণা করেন সারজিস আলম। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।