উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে তাপমাত্রা কমে বাড়ছে শীতের অনুভূতি।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৬ টায় জেলার তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে কম।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে ভোরবেলা কাজে বের হওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগও বাড়ছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছে, ফলে গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ছে।
রাত ও ভোরে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে, তবে দুপুরের দিকে সূর্যের আলোয় তাপমাত্রা কিছুটা বেড়ে ২৭–২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
এদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীতজনিত রোগবালাই থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ছোটদের উষ্ণ কাপড় পরানো এবং সকালে বের হওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী কয়েকদিন শীত আরও বাড়তে পারে এবং ডিসেম্বরের মাঝামাঝি পঞ্চগড়ের উপর দিয়ে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।