ঘনকুয়াশার কারণে টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল পুনরায় চালু করে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে নদীতে ঘনকুয়াশা নেমে এলে নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ নানা ধরনের যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। অনেক যাত্রী রাতভর ঘাট এলাকায় অপেক্ষা করতে বাধ্য হন।
এদিকে ঘনকুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য। দৃশ্যমানতা স্বাভাবিক না হলে ভবিষ্যতেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।
ফেরি চলাচল স্বাভাবিক হলেও দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজট পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
