খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক আনোয়ার সাদাত

‘জনগণ নিশ্চিন্তে ঘুমাবে, আমরা জেগে থাকব’

জেলায় যোগদানের পর তার প্রথম কাজ ছিল সামগ্রিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা উল্লেখ করে খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেছেন, ‘প্রশাসন জনগণের বন্ধু- এই ধারণাকে বাস্তবে রূপ দিতে চাই। জনগণ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, আর আমরা জেগে থাকবো এটাই প্রশাসনের প্রতিশ্রুতি।’

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে খাগড়াছড়ির নবনিযুক্ত জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত রামগড় উপজেলা পরিদর্শন করেছেন। বিভিন্ন দফতরগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, ‘প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রথম দায়িত্ব। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছানো এবং মাঠপর্যায়ে কার্যকারিতা বাড়াতে আমরা কঠোরভাবে কাজ করব।’

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, ‘আমরা চাই একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন। প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে যাতে ভোটের পরিবেশ সবার জন্য নিরাপদ থাকে।’

তিনি আরো বলেন, ‘জনগণের জন্য কাজ করাই প্রশাসনের মূল দায়িত্ব। তাই মাঠপর্যায়ে সেবার মান আরো জোরদার করা হবে।’

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিকা চাকমা, রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল হকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক জুলাইয়ে রামগড়ের একমাত্র শহীদ আব্দুল মজিদ হোসেনের কবর জেয়ারত করে। 

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলার গুরুত্বপূর্ণ দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।