পিরোজপুরে ১০ হিন্দু জামায়াতে যোগদান

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ১০ হিন্দু ধর্মাবলম্বী। মঙ্গলবার (২৯ এপ্রিল) জামায়াতের উপজেলা আমির মাওলানা আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা হলেন- দক্ষিণ চরনী পত্তাশী গ্রামের গোবিন্দ শিল, নারায়ন শিল, রামচন্দ্রপুর গ্রামের মনিরাম বাবু, সুসেন মন্ডল, অবিনাশ মন্ডল, ১নম্বর ওয়ার্ডের ধিরেন মিস্ত্রি, অমর মিস্ত্রি, ৫নম্বর ওয়ার্ডের তপন মিস্ত্রি, ৬নম্বর ওয়ার্ডের শ্যামল হালদার, শেখর হালদার। 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নে দেশব্যাপী দাওয়াতী পক্ষ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা জামায়াতে যোগ দেন। 

জামায়াতের পত্তাশী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মো.ফয়সাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, খুলনা বাস মালিক সমিতির অর্থ সম্পাদক ও সমাজ সেবক মো. মনিরুল ইসলাম (মারুফ)।