পিরোজপুরে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলার ১নং আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ এবাদ আলী মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থেকে চেক জালিয়াতির পৃথক দুইটি মামলার আসামিকে বিশ্বস্ত সোর্সের ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মনু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এছাড়া গত বছরের ১৩ অক্টোবর নাশকতা মামলায় এজাহারে ১নং আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার তাকে পূর্ণ গ্রেপ্তার দেখান।
২০২৪ সালের ৫ আগস্ট এরপর থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু পলাতক ছিলেন। মনু মিয়া তার রাজনৈতিক জীবনে বিএনপি, পরবর্তীতে ১৪ দলীয় জোটের আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির উপজেলা সভাপতি ছিলেন। সেখান থেকে পদত্যাগ করে পরবর্তীতে বিগত স্বৈরাচার সরকারের নির্বাচিত প্রভাবশালী স্বতন্ত্র এমপি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজের একান্ত কাছের লোক ছিলেন।
কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার (৪ আগস্ট) সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।