কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন মাসুম, সাংবাদিক মীর আবদুল আলেম ও মো. শাহাবুদ্দিন সিকদার। সঞ্চালনা করেন সাংবাদিক জসিম পারভেজ।

এ সময় মফস্বল সাংদাদিকতায় ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন- কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মূখার্জী, সাংবাদিক গোফরান পলাশ, চঞ্চল সাহা, রাশেল কবির মুরাদ, এস. কে রঞ্জন। 

এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মূর্খাজী। এ সময় ঢাকা থেকে আগত সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে দেন কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা।