ঝালকাঠির রাজাপুরে বড় কৈবর্ত খালির রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কর্দমাক্ত হয়ে থাকায় এ পথে চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় যুবক আয়ান আহমেদ রাজু ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার কর্দমাক্ত অংশে তিনি বীজ রোপণ করেছেন। তার ভাষায়, “রাস্তা তো আর চলাচলের উপযোগী নয়, বরং জমির মতো লাগছে। তাই সেখানে বীজ রোপণ করে দেখালাম আমাদের অবস্থা কেমন।”
এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে খানাখন্দক আর কাদা পানিতে রাস্তাটি যেন দুর্ভোগের নামান্তর হয়ে উঠেছে।
তাদের দাবি, অবিলম্বে বড় কৈবর্ত খালির রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।