ইলিশ রক্ষা অভিযান

কালাবদর নদীতে ৩ জেলে গুলিবিদ্ধ

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনিক দলের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমান্তবর্তী জাঙ্গালী লাগোয়া কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, অভিযানকালে আমাদের উপস্থিতি টের পেয়ে একটি ট্রলারের জেলেরা পালিয়ে যান। ট্রলারটি উদ্ধারে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আশপাশ থেকে ৮-১০টি ট্রলারের অন্তত অর্ধশতাধিক জেলে আমাদের স্পিডবোট ঘিরে ফেলে। তখন আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে ৩ জন জেলে আহত হন বলে জানান তিনি।

স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে ৩ জনকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জের ভাসানচরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হ‌চ্ছে। তা‌দের একজনকে উন্নত চি‌কিৎসার জন‌্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার ভূমি অফিস, মৎস্য অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ দল।ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চি‌কিৎসক কামরুল ইসলাম ব‌লেন, শনিবার রাত ৮টা পর্যন্ত গু‌লি‌বিদ্ধ কাউকে ভ‌র্তি করা হয়‌নি।