ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে ৯ জেলে আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পিএম

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে গোয়ালন্দে পদ্মা নদীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অভিযান চা‌লি‌য়ে তা‌দের আটক করা হয় ব‌লে জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে গোয়ালন্দের পদ্মা নদীর অংশে দৌলতদিয়া নৌপুলিশের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এতে ৯ জেলেকে আটকসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আটক ৯ জনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মঙ্গলবার মধ্যরাতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

NJ
আরও পড়ুন