কাউখালীতে পুলিশের বিশেষ মহড়া

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ তারিখের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বিশেষ মহড়া চালিয়েছে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পুলিশের কয়েকটি ইউনিট এ মহড়ায় অংশ নেয়। গত সোমবার রাত থেকে এই অভিযান অব্যাহত রয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক কৌশলগত মহড়া পরিচালনা করেন।

মহড়ার অংশ হিসেবে আমরাজুড়ী ফেরিঘাট, কেউন্দিয়া, উপজেলা শহরের উত্তর বাজার, দক্ষিণ বাজার, কাঠালিয়া জয়কুল, শিয়ালকাঠি চৌরাস্তা, তালুকদার হাট, নতুন বাজার, পাঙ্গাসিয়া, চিড়াপাড়া, গাজীরহুলাসহ প্রধান সড়ক সংলগ্ন পয়েন্ট ও জনসমাগম স্থলগুলোতে মোটরসাইকেল টহল এবং ফোর্স মুভমেন্ট পরিচালিত হয়।

কাউখালী থানার ওসি সোলায়মান জানান, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপতৎপরতা, নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা না ঘটে, সে জন্য এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বজায় রাখা হবে।

এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন ধরনের নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।