পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে ইউপি সদস্য কাজী মো. সালাউদ্দিনকে আহ্বায়ক ও মীর জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন দীপক হাওলাদার।
যুগ্ন আহ্বায়ক হলেন- আহসান হাবিব সিদ্দিক, মাহফুজুর রহমান মুনান, লতিফুর রহমান লাভলু, হেদায়েতুল ইসলাম মন্টু, মিরাজুল হক লিপু, গিয়াস উদ্দিন সরদার, আখতারুজ্জামান বাবু, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান শিপলু ও সেলিম খান। সিনিয়র সদস্য হলেন রফিকুল ইসলাম সাইদুল।
পিরোজপুর জেলা তাঁতি দলের সভাপতি মো. আলী শেখ, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সরদার গত ২০ নভেম্বর কাউখালী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।