ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের প্রচেষ্টায় আপন মিয়া নামে (১২) এক বাকপ্রতিবন্ধী শিশুকে ফিরে পেয়েছেন বাবা-মা। শুক্রবার (৩ মে) দুপুরে তাকে বাবা-মার কাছে বুঝিয়ে দেন তানভীর ফরহাদ শামীম।
উদ্ধার হওয়া আপন জেলার নাছিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের বাসিন্দা আজিজ মিয়ার ছেলে।
আপনকে তার বাবা মায়ের কাছে হস্তান্তরের সময় তানভীর ফরহাদ শামীম জানান, গতকাল রাতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মসজিদের সামনে বাক প্রতিবন্ধী আপনকে ঘোরাঘুরি করতে দেখেন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন ও তার বন্ধু মান্নান। তারা আপনকে থানায় নিয়ে গেলে সমাজকল্যাণ অফিসে যোগাযোগ করতে বলা হয়। পরে আমি নাছিরনগরের ইউএনওর সঙ্গে বলি। আপনের ছবি ফেসবুকে পোস্ট করা হলে আজ সকালে তার বাবা-মা নবীনগরে আসেন।
আপনের বাবা আজিজ মিয়া বলেন, নিজে শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। যে কারণে অল্প বয়সের বাক প্রতিবন্ধী ছেলেকে ঢাকার একটি হোটেলে কাজ দিয়েছিলেন। গত ১ তারিখে আপন ঢাকার হোটেল থেকে কাউকে কিছু না বলে চলে আসে। তিনদিন ধরে তাকে আমরা খুঁজছি। পরে আজকে এসে বাপদনের দেহা পাইলাম।
সবশেষে ইউএনও তানভীর ফরহাদ শামীম আপনের হাতে নগদ ৫০০০ টাকা তুলে দেন। একইসাথে সে যেনো প্রতিবন্ধী ভাতা পান সেজন্য নাছিরনগরের ইউএনওর সাথে কথা বলবেন বলে জানান।