ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীনগরে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশার ধাক্কায় মরিয়ম আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা মরিয়মকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎অপরদিকে সকালে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে পুকুরে ডুবে মারা যায় আড়াই বছরের রোকেয়া আক্তার। নিহত রোকেয়া স্থানীয় মো. সহিদুল ইসলামের মেয়ে।

পরিবারের লোকজন জানায়, বাড়ির পাশের পুকুরে খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

উভয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

NJ
আরও পড়ুন