পাহাড় নিয়ে ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। রোববার (১০ নভেম্বর) সকালে জুম্ম জাতির অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার আয়োজিত স্মরণ সভায় সতিমির সদস্যরা এ দাবি জানায়।
সভায় বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়ামী লীগ সরকার করলে তা বাস্তবায়ন না করা বেইমানির সামিল বলে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া অচিরেই চুক্তি বাস্তবায়নের গুরুত্বরোপ করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভোলাস ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তেুাষিত চাকমা (বকুল), বিশিষ্ট সমাজ সেবক রবি শংকর তালুকদার, প্রিয় কুমার চাকমা, ধীমান খীসা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, জেএসএস (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি ইন্ধু বিকাশ কারবারিসহ নেতাকর্মীরা ।