চট্টগ্রামে আজহারী মাহফিলে মুসল্লিদের উপচেপড়া ভিড়

চট্টগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন শুক্রবার (৩১ জানুয়ারি)। এদিন মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সূচি অনুযায়ী, বয়ান দেওয়ার জন্য এদিন রাত ৮টায় মঞ্চে ওঠার কথা তার। কিন্তু গোটা মাহফিল এলাকা বিকেলের মধ্যেই কানায় কানায় ভরে গেছে। যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। যদিও সকাল থেকেই আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা গেছে, আজহারী রাত আটটার দিকে বয়ান শুরু করবেন। কিন্তু বিকেলের মধ্যেই পূর্ণ হয়ে গেছে পুরো প্যারেড ময়দান। মাহফিলকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেন মুসল্লিরা। কেউ একা আবার কেউবা দলবদ্ধ হয়ে এসেছেন ময়দানে। মাহফিলে আগতরা জুমার নামাজ আদায় করেন এই ময়দানে।

আজহারীর মাহফিল উপলক্ষে কেউ কেউ সকালে এসেছেন, যেন সামনের দিকে জায়গা পায়। মাহফিলের মাঠে জায়গা পাওয়ার জন্য দুপুরেই চলে এসেছেন অনেকেই। মাহফিল উপলক্ষে সকাল থেকেই নগরীর প্যারেড ময়দানের দিকে আসতে শুরু করেন বিভিন্ন বয়সী মুসল্লি। গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটে মাহফিলের দিকে ছুটতে থাকেন। নগরীর সব রাস্তার শেষ যেন মিশেছে প্যারেড ময়দানে। আয়োজকদের ধারণা, মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে।

চকবাজার প্যারেড ময়দানে দীর্ঘ ২৯ বছর একাধারে তাফসির মাহফিলে বয়ান করে গেছেন জনপ্রিয় ইসলামি বক্তা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অনুপস্থিতিতে এবারই প্রথম তাফসির মাহফিল হচ্ছে। সোমবার (২৭ জানুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এই ঐতিহাসিক মাহফিল শুরু হয়।