বিদেশিনীকে হেনস্তা করে যুবক শ্রীঘরে 

কক্সবাজারে মার্কিন নারীকে হেনস্তা ও ইভটিজিং করার অভিযোগে তারেকুল ইসলাম (২৪) নামে এক যুবককে নগরীর ঝাউতলা থেকে আটক করেছে সদর থানা পুলিশ। 

আটক তারেক কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে। 

এদিকে ভিন্ন একটি সূত্র জানায়, অভিযুক্ত তারেক বিদেশিনীকে হেনস্তা ও শ্লীলতাহানী করেন।

সোমবার (১০ মার্চ) বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, এ দিন সকালে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোডে ঘুরে বেড়ানোর সময় এক মার্কিন নারীকে ইভটিজিং করেন তারেক। পরে ওই নারী পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ৷ 

পরে বিকালে শহরের ঝাউতলা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত তারেক। পাশাপাশি ওই মার্কিন নারীও অভিযুক্তকে সনাক্ত করেছেন।