লক্ষ্মীপুরে তিন তলা মার্কেটের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নিউ মার্কেটে বুধবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত মো. সিরাজ (১৯) পৌর শহরের ফারুকের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, বিকেলে সিরাজসহ চারজন মার্কেটের ছাদে বসে আড্ডা দেন। এ সময় ছাদ থেকে সিরাজ নিচে পড়ে আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। পথেই মারা যায় সিরাজ। এরপর রাত ৮টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, সিরাজের স্বজনরা ঘটনার সময় তার সঙ্গে থাকা মোবারক নামে একজনকে ধরে করে মারধর করেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।