চট্টগ্রামসহ পাঁচ পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা

আবহাওয়া অফিস দেশের চার বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে। এই অতি ভারী বর্ষণজনিত কারণে পাঁচ পাহাড়ি জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানায় সংস্থাটি।

আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাজনিত বিজ্ঞপ্তিতে সোমবার (২৬ মে) এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ মে) সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে বৃষ্টিপাত বেশি হবে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে কি না সেটা বলার সম্ভাবনা কম।