ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী জেলার মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নেই কোন যানজট। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
এবারও ঈদের ঘরমুখো যাত্রীর চাপে মহাসড়কের স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন বেড়েছে বহুগুণ। বুধবার (৪ জুন) সকাল থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। সে চাপ রয়েছে আজ বৃহস্পতিবারও (৫ জুন)। হাজার যানবাহন চলাচল করতে দেখা যায়। এদিকে যানবাহনের চাপ বাড়লেও এ অংশে কোন যানজট নেই। মহাসড়কের যাত্রীবাহী বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি। সাথে রয়েছে পণ্যবাহী ও পশুবাহী ট্রাক।
মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও । এছাড়া জেলা প্রশাসন, রোভার স্কাউটস সদস্যরা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার, মিয়ার বাজার, চৌদ্দগ্রাম সহ অন্যান্য স্থানগুলোতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।