চসিকের ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ‘২০২৫-২৬ অর্থবছের’ জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন ।

সোমবার (২৩ জুন) টিআইসি মিলনায়তনে চসিকের বাজেট ঘোষণা করেন তিনি। মেয়র হিসেবে এটি তার প্রথম বাজেট।

২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন মেয়র।

তিনি বলেন, ২০২১ সালে চসিক নির্বাচনে আমি জয়লাভ করলেও ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে পরাজিত দেখায়। জুলাই ২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও দোসরদের পতনের পর আদালতের আদেশে মেয়রের  দায়িত্বপ্রাপ্ত হয়েছি।

তিনি বলেন, ৬০০ কোটি দেনা নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। আটমাসে দেড়শ কোটি টাকা পরিশোধ করেছি। দেনা শূন্যের কোটায় নিয়ে আসব। চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমি ভালোবাসি। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা এবং মহানগরীকে ক্লিন-গ্রিন, হেলদি ও সেফ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অর্থনৈতিকভাবে বাসযোগ্য নান্দনিক পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির।

উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।