নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য লক্ষ্মীপুর পৌরসভা ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩ শত ৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী উপস্থিত ছিলেন। এতে আয় ও ব্যয় একই অংখ দেখানো হয়েছে।
পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, নতুন অর্থ বছরের জন্য পৌরসভায় ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩ শত ৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া নতুন বাজেটে ড্রেনেজ ব্যবস্থা, পাকা রাস্তা, মশা নিধন প্রকল্প, অসহায় দুস্থ ও গবীর মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য প্রকল্প, নারীদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য ৪ টি মেশিন ক্রয়সহ বিভিন্ন প্রকল্প অন্তভুক্ত করা হয়েছে।
নারী বান্ধব পৌরসভা গড়তে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক।
