খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করা হয়।
বর্তমানে তারা বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রয়েছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোরে নারী ও শিশুসহ ৮ জনকে পুশ-ইন করা হয়েছে। ভারতের কোন এলাকা থেকে পুশ-ইন করা হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।