ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি যে ঘোষণা দিয়েছেন সে অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (০৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, মডেল মসজিদ নৈতিকতার বিকাশ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। কোরান মাজিদেও আছে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে রক্ষা করে।
এর আগে তিনি বান্দরবান সদরের মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।