লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ৩

‎টেকনাফ থেকে লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাচারকারিরা বিশেষ কায়দায় পায়ুপথে ইয়াবা বহন করছিলো। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। 

‎বৃহস্পতিবার ভোরে শহরের উত্তর তেমুহনী মেসার্স মোজাম্মেল ফিলিং স্টেশন এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

‎আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সৈয়দ আহম্মদের ছেলে নুরুল আফছার (২২),  একই গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল্লাহ (২৬) ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে আব্দুস শুকুর (৪০)।

‎লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মাদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহী পরিবহন নামে যাত্রীবাহী বাস থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে আটক নুরুল আফসার ও আব্দুল্লাহর পায়ুপথ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর  লক্ষ্মীপুর মডেল সদর থানা পুলিশে হস্তান্তর করা হবে।