রাঙামাটিতে ৩৬ কাঠুরিয়া হত্যার বিচার ও পুনর্বাসনের দাবি

রাঙামাটির লংগদুর পাকুয়াখালীতে তৎকালিন সশস্ত্র সংগঠন শান্তিবাহিনীর হাতে ৩৬ জন কাঠুরিয়া হত্যার বিচার ও নিহতদের পরিবার-স্বজনদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। এই দাবিতে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশন। বিগত ২৯ বছরেও ওই হত্যাকাণ্ডের ন্যায় বিচার না পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।

সোমবার দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নিহত ৩৬ কাঠুরিয়ার পরিবারের সদস্য ছাড়াও ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ৫টি দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো- ১৯৯৬ সালে পাকুয়াখালী হত্যার বিচার বিভাগীয় তদন্তপূর্বক বিচার নিশ্চিত করা, হত্যার শিকার প্রত্যেক ব্যক্তির রাষ্ট্রীয় স্বীকৃত নিশ্চিত করা, প্রত্যক পরিবার হতে ১ জনের সরকারি চাকরি ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রত্যক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান।

স্মারকলিপি প্রদানকালে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব হোসেন, সমঅধিকার আন্দোলন রাঙামাটির আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ ছগির, ছাত্রনেতা নূর তালুকদার মুন্না, নুরুল আফসার, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।