চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালীর সাইফুল

চট্টগ্রাম জেলা পুলিশে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার সাইফুল ইসলাম। জুলাই মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার  দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা যায়, ‘চলতি বছরের জুলাই মাসে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট তামিল, ২৮ জন আসামি গ্রেপ্তার ছাড়াও ৪১ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ লিটার মদ উদ্ধার এবং ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া এক অপহৃত উদ্ধার ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে পুরস্কার দেয়া হয়।

এ ছাড়া বাঁশখালী থানার এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা ও এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হন।