গাছ লুটে বাঁধা দেয়ায় বাঁশখালীতে বন কর্মকর্তার ওপর হামলা 

বাঁশখালীতে গাছ লুটে বাঁধা দেয়ায় বাঁশখালী জলদি অভয়ারণ্যে রেঞ্জের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পিএবি সড়কে মাস্টার নজির আহমদ কলেজের সামনে হামলার ঘটনা ঘটে। আহত অঞ্জন কান্তি বিশ্বাস এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, পুঁইছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল আহমদ সরকারি বনের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেন বিট কর্মকর্তা। সেসময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

জলদি অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘জলদি অভয়ারণ্যে রেঞ্জের নাপোড়া বিট কর্মকর্তার ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।’

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আহমদ গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক শুধাংশু শেখর হালদার বলেন, ‘বন কর্মকর্তার উপর হামলায় ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’