বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

‘ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে আহলে সুন্নাত ওয়াল জমা'আত গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার কাথরিয়া ইউনিয়নে জশনে জুলুসের আয়োজন হয়।

কাথরিয়ার চুনতি বাজার জমায়েত শেষে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে যান। সেখানে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় জশনে জুলেুসের কার্যক্রম। জশনে জুলুসে সুন্নী জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রসমাজসহ বিভিন্ন স্তরের জনসাধারণ অংশ নেন। 

মাহফিলে বক্তব্য রাখেন, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, মাও. আব্দুল মালেক আশরাফি, মাও. নেছার উদ্দিন মুনিরী, মাও. আবদুর রহমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, সার্জেন্ট নুর হোসাইন, বোয়ালখালী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুর রহমান প্রমুখ।