কক্সবাজারের টেকনাফে সিএনজিযোগে অবৈধভাবে বাংলা মদ পরিবহনের সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ অভিযানে মোট ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
বিজিবি ব্যাটালিয়ন-২ সূত্রে জানা গেছে, এদিন রাত ৮টার দিকে হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে থামানো হয়। এ সময় বিজিবির কুকুর 'মেঘলা' সিএনজির পেছনের সিটের লাগেজ রাখার স্থানে রাখা ২টি কালো পলিব্যাগ শনাক্ত করে। পরে সেগুলো তল্লাশি করে ১৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এ সময় সিএনজি চালক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তিতে সিটের নিচে লুকানো আরেকটি পলিব্যাগ থেকে আরও ৫ লিটার মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম ফিরোজ আহম্মেদ। তিনি টেকনাফ সদর ইউনিয়নের পুরাতন পল্লানপাড়ার মৃত মোস্তাক আহম্মেদের ছেলে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এ অভিযান মাদক পাচারকারীদের জন্য একটি স্পষ্ট বার্তা। সীমান্ত দিয়ে যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সর্বদা প্রস্তুত। দেশকে মাদকমুক্ত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দ করা মদের সঙ্গে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।