মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধর, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল আরোহীকে মারধরের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের মুরাদনগর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তাররা হলেন- উপজেলা সদরের মুরাদনগর মধ্যপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে সাজিদ খান (২৩) ও কাউছার মাহিরের ছেলে সিহাব আহাম্মেদ মাহি (২২)।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের মো. বাদশা মিয়া তার চাচাতো ভাই বাবু মিয়া ও চাচাতো বোন ফাহিমা আক্তারকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
পরে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৯টার দিকে মুরাদনগর উপজেলা সদরের দিলালপুর এলাকায় আসলে বাদশা মিয়ার মোটরসাইকেলের পথরোধ করে সাজিদ খান ও সিহাব আহাম্মেদ মাহিসহ কয়েকজন যুবক।
 
পরে মোটরসাইকেল থেকে নামিয়ে বাদশা মিয়া ও তার চাচাতো ভাই বাবু মিয়াকে গাছের ডাল দিয়ে মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগীদের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত যুবকরা পালিয়ে যায়।
 
ভুক্তভোগী বাদশা মিয়ার দাবি, তাদের সাথে থাকা ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে গেছে অভিযুক্ত সাজিদ খান ও সিহাব আহাম্মেদ মাহিসহ কয়েকজন যুবক। এ ঘটনায় আজ সকালে মো. বাদশা মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করেন।
 
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মারামারির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আজ দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।