নারীসহ ৩ মাদক কারবারির কাছে মিললো বিপুল ইয়াবা

কক্সবাজারে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউপির ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন- কুতু পালং, ক্যাম্প এ/১ ক্যাম্পের রোহিঙ্গা ইসমত আরা (২৪), টেকনাফের আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬)। 
 
র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফ থানাধীন সদর ইউপির ৭নং ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকায় হাসিনার মায়ের ঘরে অভিযান চালায় র‍্যাব। এ সময় ইসমত আরা, মো. আবদুর রহিম ও শামীনারা বেগম নামে ৩ জন মাদক কারবারিকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, ১টি স্মার্টফোন ও ২টি বাটন ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানকালীন আসামিদের সহযোগী আসামি মো. হাসান (২৪) দৌড়ে পালিয়ে যায়।
 
উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।