কক্সবাজারের রামুতে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ৩ জন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামু-মরিচ্যা সড়কে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বড়ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহত আবু বক্কর ছিদ্দিক (১৮) দারিয়ারদীঘির থোয়াইঙ্গাকাটা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একসময় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।
নিহতের পিতা জানান, আবু বক্করসহ অন্য যাত্রীরা দারিয়ারদীঘির বড়ডেবা এলাকা থেকে ইজিবাইকে চড়ে থোয়াইঙ্গাকাটার বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং ৩ জন আহত হন। নিহতের মরদেহ কক্সবাজার সদরে রয়েছে। আহত অপর ৩ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।