ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর বলবদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফান্দাউক ব্রিজের চরের পাশে নদীর পাড়ে লাশটি দেখতে পান স্থানীয়রা।
নিহত বিশাল ফান্দাউক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার সিদ্বেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশাল ওষুধ আনার কথা বলে ফান্দাউক বাজারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রোববার (২১ সেপ্টেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ফান্দাউক ব্রিজ সংলগ্ন বলবদ্র নদীর চরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি তানভীর আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। কারণ পরিবারের দাবি, বিশাল শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।