কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া আনোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে তিনি মাছ ধরতে নাফ নদে যান।
পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন রোববার ভোরে একই এলাকার মো. আয়াস (৩৫) এর সঙ্গে নাফ নদীর হেচ্ছার খাল এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আনোয়ার নৌকা থেকে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন। সঙ্গে থাকা আয়াস অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাড়িতে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
সোমবার সকালে নদীতে ভাসতে থাকা অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পায় এবং পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতিকুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর নাজমা আলম বলেন, গতকাল ভোরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিখোঁজ হন। আজ সকালে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হয়েছে।
ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত