কাপ্তাই লেকে নৌকাডুবি: ২ জনের মৃত্যু, নিখোঁজ ১

রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে আকস্মিক ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫ বছর বয়সী এক শিশু।

নিখোঁজ শিশু উদ্ধারকৃত মৃত সালমা বেগমের সন্তান বলে জানা গেছে। দুর্ঘটনায় কবলিতরা সবাই লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এফআইডিসি এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে লংগদুর কাপ্তাই হ্রদে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, জনৈক বাসিন্দা আছির উদ্দীন তার স্ত্রী সন্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান, সেখান থেকে ফেরার পথে গতকাল দিবাগত রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। এ সময় ইঞ্জিন চালিত নৌকাবোট বাড়ির কাছাকাছি এসে প্রচন্ড হ্রদের পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ২ জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৫ বছর বয়সী শিশুর খোঁজ এখনো মেলেনি। তাকে উদ্ধারে রাঙামাটি থেকে যাওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ করছেন।