বাঁশখালীতে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ উপহার প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বাঁশখালী বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল।

বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পূজা মণ্ডপগুলোতে নগদ অর্থ পৌঁছে দেন তিনি। 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব, মো. কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল, দিলশাদসহ উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত জামাল দুলাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এদেশে আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোন ভেদাভেদ নাই। ‘৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছিলাম। ২৪’র গণঅভ্যুত্থানেও হিন্দু ভাইদের অবদান রয়েছে। এখনো দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।